ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

১৭ বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ৬ ডিসেম্বর ২০১৯

বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেরা

বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেরা

মাছ ধরার ট্রলারসহ ১৭ বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমারের নৌবাহিনী। প্রতিবেশি দেশটির সমুদ্রসীমায় ঢুকে পড়ায় তাদের আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হামিদুল ইসলাম।

তিনি বলেন, সেন্টমার্টিন এলাকায় মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিল বিকল হয়ে পড়ে তাদের। তখন অতিরিক্ত ঢেউয়ের কারণে জেলেরা মিয়ানমার সীমান্তে ঢুকে পড়েন। পরে মাছ ধরার ট্রলারসহ তাদেরকে আটক করে দেশটির নৌবাহিনী।

ঘটনাটি জানার পর মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে উল্লেখ করে হামিদুল ইসলাম বলেন, আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড।

এর আগে, ২৯ নভেম্বর বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ ধরার কারণে দুটি ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করেছিল বাংলাদেশ কোস্টগার্ড-এর সদস্যরা।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি