ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লিভারপুলের সাথে ১-১ গোলে ড্র করলো ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত : ১৫:৪৬, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৪৬, ১৬ জানুয়ারি ২০১৭

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে লিভারপুলের সাথে ১-১ গোলে ড্র করলো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ম্যাচের প্রথম থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জয়ে উঠে ম্যাচ। ২৭ মিনিটে পেনাল্টি থেকে মিডফিল্ডার জেমস মিলনার গোল করলে ১-০তে এগিয়ে যায় লিভারপুল। পিছিয়ে পরে নিজেদের মাঠে আক্রমণের গতি বাড়ায় ম্যানইউ। ৮৪ মিনিটে ইব্রাহিমোভিচের গোলে সমতায় ফিরে রেড ডেভিলসরা। শেষ পর্যন্ত আর গোল না হলে ১-১ গোলের ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিভারপুল রয়েছে ৩ নম্বরে। সমান ম্যাচে ৪০ পয়েন্টে ম্যানইউর অবস্থান ৬ নম্বরে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি