ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

৭ উইকেটে হেরে গেল বাংলাদেশ

প্রকাশিত : ১৭:৪৭, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৪৭, ১৬ জানুয়ারি ২০১৭

চারদিন এগিয়ে থেকেও ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে গেল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইলিয়ামসন-টেলরের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় কিউইরা। এর আগে, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ১৬০ রানে থেমে যায় টাইগারদের ইনিংস। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রানে ডিক্লেয়ার করে বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিলো ৫৩৯ রান। তীরে এসে তরী ডোবালেন বাংলাদেশের ব্যাটসম্যানরা । আগের দিন ৩ উইকেটে ৬৬ রান নিয়ে পঞ্চম দিন শুরু করা বাংলাদেশের ইনিংস তাসের ঘরের মতোই ভেঙ্গে যায়। শুরুতেই হোঁচট সফরকারীদের। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো সাকিব স্যান্টনারের বলে উইলিয়ামসনকে সহজ ক্যাচ দিয়ে আউট হন শুন্য রানে। এরপর ওয়েগনারের বলে মমিনুল ২৩ রানে আউট হলে অল্প রানে অল আউটের শংকায় পড়ে বাংলাদেশ। মাঝে সাউদির বল হেলমেটে লাগলে মাথায় লাগলে মাঠেই লুটিয়ে পড়েন ১৩ রান করা মুশফিক। সাথে সাথে হাসপাতালে নেয়া মুশফিক অবশ্য বিপদমুক্ত । তবে বিপদ কাটেনি বাংলাদেশ দলের । বাংলাদেশের এক প্রান্ত আগলে রাখা সাব্বির রহমান অবশ্য হাফ সেঞ্চুরি করেছেন । দারুন ব্যাটিং করে টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি পূর্ন করেন এই ডান হাতি। তাসকিন-রাব্বি দ্রুত বিদায় নিলে মাঠে নামেন আগের দিন আহত হওয়া ইমরুল। তিনি অপরাজিত থেকেছেন ৩৬ রানে। নিউজিল্যান্ডের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন বোল্ট। জয়ের জন্য নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২১৭ রান। শুরুটা সাবধানি কিউইদের। ৩২ রানের পর জোড়া আঘাত মিরাজের। রাভালকে ১৩ রানে এবং আরেক ওপেনার লাথামকে ১৬ রানে ফিরিয়ে স্বপ্ন দেখান মিরাজ। কিন্তু এরপর রস টেলরকে সাথে নিয়ে হাল ধরেন উইলিয়ামসন। তৃতীয় উইকেট জুটিতে ১৬৩ রান করে জয়ের ভীত গড়েন এই দুইজন। টেলর ৬০ রানে আউট হলেও তা জয়ে কোন বাঁধা হয়নি কিউইদের। অন্য প্রান্তে ক্যারিয়ারের পনেরতম সেঞ্চুরি করে উইলিয়ামসন অপরাজিত ছিলেন ১০৩ রানে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি