ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরের হাই-টেক পার্কে বিশ্বমানের বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আহ্বান: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩:৩১, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৩১, ৯ মার্চ ২০১৬

কর্মসংস্থানের স্বার্থে গাজীপুরের হাই-টেক পার্কে বিশ্বমানের বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নর্সের প্রথম বৈঠকে এ আহ্বান জানান তিনি। সভায় সরকারি বা বেসরকারী উদ্যোগে পার্ক স্থাপন ও পার্কের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা, উন্নয়ন সম্পর্কে কার্যকর পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। এছাড়া, কালিয়াকৈর হাইটেক পার্কের সমাপ্ত ও চলমান কাজের অগ্রগতি এবং জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক ও মহাখালী আইটি ভিলেজের বর্তমান অবস্থা তুলে ধরা হয়। পাশাপাশি যশোরের সফটওয়্যার টেকনোলোজি পার্ক, সিলেটের ইলেকট্রনিক্স সিটি, রাজশাহীর বরেন্দ্র সিলিকন সিটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি