
এফএ কাপ ফুটবলে হাল সিটিকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্সেনাল।
অলিভার জিরুদ ও থিও ওয়ালকটের জোড়া গোলে জয় পেয়েছে তারা। কিংস্টন কমিউনিকেশনস স্টেডিয়ামে ৪১ মিনিটে প্রথম গোলটি করেন স্ট্রাইকার অলিভার জিরুদ। ৭১ মিনিটে আরো একটি গোল করে নিজের ব্যবধান দ্বিগুন করেন অলিভার। ৭৭ মিনিটে থিও ওয়ালকট গোল করলে ৩-০তে এগিয়ে যায় গানার্সরা। ৮৮ মিনিটে আরো একটি গোল করে নিজের জোড়া গোল পূরণ করেন স্ট্রাইকার থিও ওয়ালকট। শেষ পর্যন্ত আর গোল না হলে ৪-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।