ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শেরপুরে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশিত : ১৫:১৬, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২৩:১৩, ১ ফেব্রুয়ারি ২০১৬

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিমান বিধ্বংসী গান এবং ৪৩ হাজার গুলিসহ বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধার হওয়া অন্য অস্ত্রের মধ্যে রয়েছে একটি এ কে ফোর্টি সেভেন রাইফেল, দু’টি ভারী মেশিন গান দু’টি পিস্তল ও দু’টি এসএলআর। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি র‌্যাব। rab sherpurসোমবার ভোর থেকে বিকেল ৫টা পর্যন্ত নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নের গভীর অরণ্যে র‌্যাবের এই অভিযান। চেংবান্ধা পাহাড়ি এলাকার বুরুঙ্গা কালা পানির পাহাড়ে মাটির নিচ থেকে বেরিয়ে এলো বিপুল পরিমাণ অস্ত্র। প্রায় ১২ ঘন্টার অভিযান শেষে র‌্যাবের মিডিয়া উইংয়ের কমান্ডার মুফতি মাহমুদ সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানান। তবে এই অস্ত্র ও গোলবারুদ কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কি-না সে বিষয়ে কিছু না জানালেও ঘটনা তদন্তের কথা জানিয়েছে র‌্যাব।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি