ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল

প্রকাশিত : ১৮:২৫, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৫, ১৮ জানুয়ারি ২০১৭

এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-১ এ জিতলো দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। চতুর্থ ম্যাচে রুমানার দলকে ৯৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। কক্সবাজাওে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ডু প্রেজের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৫১ রান করে প্রোটিয়ারা। প্রেজের ব্যাট থেকে আসে ৭৯ রান। স্বাগতিকদেও পক্ষে কোবরা ৪৮ রানে ৩ উইকেট নেন। জবাবে মাত্র ১৫৭ রানেই থামে টাইগ্রেসদেও ইনিংস। দলের পক্ষে সবোর্চ্চ ৬৭ রান করেন ফারজানা হক। এ ছাড়া সালমার ব্যাট থেকে আসে ৩০ রান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি