ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ইনজুরির কারনে বাংলাদেশ দলে থাকছেন না মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস

প্রকাশিত : ০৯:১৬, ১৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:১৬, ১৯ জানুয়ারি ২০১৭

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনজুরির কারনে বাংলাদেশ দলে থাকছেন না মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারীদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায়। প্রথম টেস্টে ইনজুরিতে পর অধিনায়ক মুশফিকুর রহিম দ্বিতীয় টেস্টে না খেলতে পারলে তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের আরেক ওপেনার ইমরুল কায়েস ইনজুরিতে থাকলেও দ্বিতীয় টেস্টে খেলা হবে তার। তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ও সৌম্য সরকার এক সংবাদ সম্মেলনে এমনটায় জানিয়েছেন তামিম ইকবাল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি