ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

যৌনসঙ্গমের মাধ্যমে জিকা ভাইরাসের সংক্রমণের হার অনেকে বেশি- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত : ১৪:৪৬, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৪৬, ৯ মার্চ ২০১৬

zikaযৌনসঙ্গমের মাধ্যমে জিকা ভাইরাসের সংক্রমণের হার অনেকে বেশি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জিকা ভাইরাস সম্পর্কে জরুরী বৈঠক শেষে সংস্থাটির মহাপরিচালক মার্গারেট চ্যান বলেন, বেশ কয়েকটি দেশের ওপর জরীপ চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। এছাড়া জিকা ভাইরাসের কারণে বিভিন্ন জন্মকালীন ক্রটির ব্যাপারেও আরো প্রমাণ পাওয়ার কথাও জানান তিনি। গর্ভবর্তী নারীদের ল্যাটিন আমেরিকায় ভ্রমণের ব্যাপারে আবারও সর্তক করেছে সংস্থাটি। এদিকে অলিম্পিক গেইমসে সামনে রেখে জিকা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘স্যাম ডেঙ্গু’ বা ‘উইথআউট ডেঙ্গু’ নামে নতুন অ্যাপস বের করেছে ব্রাজিল। সম্প্রতি বিশ্বের ৩০টির বেশি দেশে জিকা ভাইরাস ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী জরুরী অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি