ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর সামরিক সচিবের নামাজে জানাজা বৃহস্পতিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ১৭ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ২৩:৩২, ১৮ ডিসেম্বর ২০১৯

মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন

মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনের নামাজে জানাজা আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর’র (আইএসপিআর) পরিচালক লে. কর্ণেল আবদুল্লাহ ইবনে জায়েদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

জয়নুল আবেদিন মঙ্গলবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ১৯৬০ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সালের জুনে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। ‘বীর বিক্রম’ খেতাব প্রাপ্ত এ সেনা কর্মকর্তা ২০১১ সালের ২৮ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ২ কন্যা সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি