ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আজ বিজিবির কুচকাওয়াজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ১৮ ডিসেম্বর ২০১৯

বর্ডার গার্ড বাংলাদেশ’র ‘বিজিবি দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ দিবসের কর্মসূচি অনুযায়ী রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে আজ সকাল ১০টায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। পরে প্রধানমন্ত্রী বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদান করবেন।

এ ছাড়াও মোটর র‌্যালি এবং ‘স্বাধীনতা ও উন্নয়নের অগ্রযাত্রায় বিজিবি’র ওপর সম্মিলিত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টা ২০ মিনিটে বীরউত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের বিশেষ দরবার গ্রহণ করবেন।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি