ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়িতে কম্বল সেনাবাহিনীর বিতরণ

প্রকাশিত : ১৮:০২, ১৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০২, ১৯ জানুয়ারি ২০১৭

খাগড়াছড়ির মানিকছড়ি, রামগড় ও গুইমারা উপজেলার ৮টি ইউনিয়নে দেড় হাজার দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে মানিকছড়ি কলেজ মাঠে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর উপস্থিতিতে কম্বল বিতরণ করা হয়। সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে দরিদ্র পাহাড়ী-বাঙালীদের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। এ’সময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও ইউএনও সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি