ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রামপালে বিদ্যুৎ প্রকল্প সুন্দরবন ও পরিবেশের কোন ক্ষতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:২৩, ১৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২৩, ১৯ জানুয়ারি ২০১৭

সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পকে আধুনিক সুপার-ক্রিটিক্যাল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো জানিয়েছেন, এরফলে সুন্দরবন ও পরিবেশের কোন ক্ষতি হবে না। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে বার্ষিক সভায় ‘এ নিউ চ্যাপ্টার ফর ক্লাইমেট অ্যাকশন’ সেশনে একথা বলেন তিনি। অন্য এক আলোচনায়, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলোর প্রতিশ্র“ত অর্থ দেয়ার তাগিদ দিয়েছেন শেখ হাসিনা। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে ৪৭তম বার্ষিক সম্মেলনে ‘এ নিউ চ্যাপ্টার ফর ক্লাইমেট অ্যাকশন’ সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরসহ অনেকে। এ’সময় পরিবেশের জন্য হুমকি উল্লেখ করে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র না করার আহ্বান জানান আল গোর। তবে, এটিকে সুপার ক্রিটিক্যাল প্রকল্প উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এরফলে সুন্দরবন কিংবা পরিবেশের কোন ক্ষতি হবে না। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই বিদ্যুৎ প্রকল্প প্রয়োজন বলেও জানান শেখ হাসিনা। অহেতুক সমালোচনা না করে প্রকল্পটি পরিদর্শনের জন্য আল গোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি