ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি আজ খুলনা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে যোগ দিবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ২২ ডিসেম্বর ২০১৯

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ- ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ- ফাইল ছবি

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ সমাবর্তনে যোগ দিবেন। তিনি এ সমাবর্তনের সভাপতিত্ব করবেন। 

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানিয়েছেন, আজ দুপুর আড়াইটার দিকে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিবেন রাষ্ট্রপতি। 

সমাবর্তনে প্রখ্যাত সমাজ বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. অনুপম সেন বক্তৃতা প্রদান করবেন। এছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক, স্থানীয় সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী মো. শহীদুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েকুজ্জামান সমাবর্তন আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।

উপাচার্য ড. ফায়েকুজ্জামান জানান, শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সমাবর্তনে ২৩ জনকে স্বর্ণ পদক প্রদান করা হবে। সমাবর্তনে ৮ জনকে পিএইচডি ডিগ্রি এবং ৫ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে। 

সূত্র : বাসস

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি