ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

চট্টগ্রাম মহানগরীতে অবৈধ যান চলাচল বন্ধ করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র

প্রকাশিত : ১৮:১৮, ২০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৮, ২০ জানুয়ারি ২০১৭

শিগগিরই চট্টগ্রাম মহানগরীতে অবৈধ যান চলাচল বন্ধ করা  হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। শুক্রবার দুপুরে নগরীর নিমতলা চত্বরে চট্টগ্রাম হিউম্যান হলার বাস মালিক সমিতি আয়োজিত চট্টগ্রাম থেকে ফেনীর ছাগলনাইয়া পর্যন্ত নতুন বাস সার্ভিসের উদ্বোধন করেন মেয়র। তিনি বলেন, সড়ক-মহাসড়কে সব ধরনের চাঁদা আদায়ও বন্ধ করা হবে। পাশাপাশি পরিবহন সেক্টরের শৃংখলা ফিরিয়ে আনা হবে বলেও জানান মেয়র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি