ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত : ১৮:১৮, ২০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:০১, ২১ জানুয়ারি ২০১৭

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। প্রেসক্লাবের সামনে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, হামলার ঘটনায় বহিস্কৃত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম ও তার ভাই পৌর মেয়র রফিকুল আলম জড়িত। দোষীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটামও দেন তারা। এর আগে, হামলার ঘটনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন বাদী হয়ে ৩৮ জনের বিরুদ্ধে খাগড়াছড়ি থানায় মামলা দায়ের করেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি