ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

হেপাটাইটিস মুক্ত বাংলাদেশ গড়তে জনসচেতনা বাড়াতে সবার প্রতি আহ্বান

প্রকাশিত : ১৮:৪৭, ২০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩২, ২০ জানুয়ারি ২০১৭

হেপাটাইটিস মুক্ত বাংলাদেশ গড়তে জনসচেতনতামূলক র‌্যালি ও মানববন্ধন করেছে সার্চ স্কেটিং ক্লাব। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। হেপাটাইটিস বি একটি প্রাণঘাতি রোগ, এ বিষয়ে জনসচেতনা বাড়াতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। সরকারী উদ্যোগে গরীব পরিবারের জন্য বিনামূল্যে হেপাটাইটিস ভ্যাকসিন দেয়ারও দাবি জানান তারা। হেপাটাইটিস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঢাকা, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম হয়ে বান্দরবানে ৩শ’ ৭৬ কিলোমিটার স্কেটিং র‌্যালি করবে সংগঠনটি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি