সংসদ অধিবেশন শুরু হচ্ছে ৯ জানুয়ারি
প্রকাশিত : ২১:১৭, ২৪ ডিসেম্বর ২০১৯
একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন আগামী ৯ জানুয়ারি শুরু হচ্ছে। মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন বিকাল ৪টায় সংসদের অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাংবিধানিক নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।
পরে ওই ভাষণের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে একটি প্রস্তাব আনা হবে সংসদে। অধিবেশনজুড়ে এই প্রস্তাবের উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।
মন্ত্রিসভা এরইমধ্যে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দিয়েছে।
বছরের প্রথম অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। এই অধিবেশন চলাকালেই এক বছর পূর্ণ করবে চলমান একাদশ জাতীয় সংসদ। ২০১৮ সালের ৩০ জানুয়ারি যাত্রা শুরু করে এ সংসদ।
সংসদের বৈঠক শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনেই মেয়াদ ও কার্যাবলী ঠিক করা হবে।
এসি
আরও পড়ুন