ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেবেন: ফখরুল

প্রকাশিত : ১৭:৪৬, ২১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৪৬, ২১ জানুয়ারি ২০১৭

গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেবেন বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলনে তিনি আশা প্রকাশ করে বলেন, একটি নিরপেক্ষ ও যোগ্য সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি। আর প্রেসক্লাবে অপর অনুষ্ঠানে মওদুদ আহমদ অভিযোগ করেন, এক এগারোর ধারাবাহিকতায় দেশ পরিচালনা করছে সরকার। শনিবার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে জিয়া পরিষেদের প্রতিনিধি সভার উদ্ধোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেন, সব দলের মতামতের গুরুত্ব দিয়ে এবং জনগনের মনের ভাষা বুঝে রাষ্ট্রপতি গ্রহণযোগ্য সার্চ কমিটি গঠন করবেন। প্রেসক্লাবে বিএনপি নেতা খন্দকার মোশাররফের বইয়ের প্রকাশনা উৎসবে মওদুদ আহমদ বলেন, এক এগারোর সরকারের বিচারের ব্যবস্থা না করে, বর্তমান সরকার তাদের ধারাবাহিকতায় দেশ পরিচালনা করছে। সরকার সচেতনভাবে গণতন্ত্র হত্যা করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি