ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গ্রায়েম স্মীথের জন্মদিন আজ

প্রকাশিত : ১৪:৩৯, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:৩৯, ১ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

গ্রায়েম স্মীথ। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। একজন কুশলী ব্যাটসম্যান। ১৯৮১ সালের ১লা ফেব্রুয়ারী দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জন্মগ্রহন করেন গ্রায়েম স্মীথ। পুরো নাম গ্রায়েম ক্রেইগ স্মীথ। তবে, সবার কাছে গ্রায়েম স্মীথ নামেই পরিচিত এই প্রোটিয়াস ক্রকেটার। বহু সফলতায় সমৃদ্ধ স্মীথের ক্রিকেট ক্যারিয়ারের শুরু হয় দক্ষিণ আফ্রিকার স্থানীয় ক্লাবগুলোর মাধ্যমে। অল্প বয়সেই বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে সুযোগ পান। এরপর আর পেছন ফিরতে হয়নি এই বাঁহাতি ক্রিকেটারকে। এরপর থেকেই একের পর এক নৈপুণ্যে সৃষ্টি করেছেন বহু ভক্ত-সমর্থক। দক্ষিণ আফ্রিকার ক্লাব ছাড়াও খেলেছেন ইংলিশ কাউন্টি ক্রিকেট দল, সমারসেট ও হ্যাম্পশায়ারে। খেলেছেন ভারতের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের দল রাজস্থান রয়্যালস ও পুনে ওয়ারিয়র্সে। এছাড়া বিভিন্ন দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাঠ মাতিয়েছেন দীর্ঘ দেহী ক্রিকেটার। ক্লাব পর্যায়ের পাশপাশি জাতীয় দলেও সমান তালে খেলেছেন এ কুশলী ক্রিকেটার। ১১৭ টেস্টে ৯ হাজারের অধিক রান করেছেন গ্রায়েম স্মীথ। আর ওয়ানডেতে ১৯৭ ম্যাচে প্রায় সাত হাজার রান করেছেন এ কুশলী ব্যাটসম্যঅন। টি-টোয়েন্টিতে বেশী ম্যাচ না খেললেও এ ফরম্যাটে নিজের দক্ষতা প্রমান করেছেন স্মীথ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আরো দীর্ঘদিন ক্রিকেটের সাথে জড়িত থাকতে চান দক্ষিণ আফ্রিকান ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা এ ক্রিকেটার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি