ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আজ শুষ্ক থাকবে আবহাওয়া 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ২৯ ডিসেম্বর ২০১৯

গত কয়েকদিনের টানা শৈত্য প্রবাহের পর রাজধানী ঢাকায় গতকাল শনিবার সূর্য্যের দেখা মিললেও, উত্তরবঙ্গ ছিল বরাবরের মতই কুয়াশায় ঢাকা। 

আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, রাজধানীসহ সারাদেশে আজ রোববার আকাশ আংশিক মেঘলা থাকলেও শুষ্ক থাকবে অধিকাংশ সময়ই। 

শনিবার দিবাগত রাতে ঠাণ্ডার প্রকোপ দেখা দিলেও রোববার নির্দিষ্ট সময়েই সূর্য্যের দেখা মিলেছে রাজধানীতে। ফলে বেশ উষ্ণতা নিয়েই কর্মস্থলে যোগ দিতে দেখা যায় সাধারণ মানুষকে। 

আবহাওয়া বার্তায় বলা হয়, চুয়াডাঙ্গা অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যহত থাকতে পারে।  

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

ঢাকায় বাতাসের গতি ও দিক ঘণ্টায় ৬ থেকে ১০ কিলমিটার বেগে উত্তর-পশ্চিম ও উত্তর দিকে বয়ে যাচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। 

আজ রোববার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে। পরবর্তী ২৪ ঘণ্টার বর্ধিত ৫ দিনের আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি