বিচারকের ওপর বোমা হামলা মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জেএমবি সদস্যের ফাঁসির দণ্ড কমিয়ে আমৃত্যু কারাদন্ড
প্রকাশিত : ১৬:২১, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:২১, ৯ মার্চ ২০১৬
সিলেটে বিশেষ জজ আদালতের এক বিচারকের ওপর বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জেএমবি সদস্য আক্তারুজ্জামানের ফাঁসির দণ্ড কমিয়ে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আপিল বিভাগ।
বুধবার আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ রায় দেন। প্রায় ১১ বছর আগে ২০০৫ সালের ১৮ অক্টোবর সিলেটের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব দাসকে বাসার গেটের সামনে বোমা নিক্ষেপ করে আহত করে জেএমবি সদস্য। ওই ঘটনায় ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি সিলেটের দায়রা জজ জঙ্গি আক্তারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেন।পরে হাইকোর্টও মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। এর বিরুদ্ধে আপিলের পর বয়স বিবেচনায় এনে বুধবার তার দণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেলওয়ার হোসেন বলেন, আসামির বয়স বিবেচনা করে আদালত তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।
আরও পড়ুন