ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাস্তা বন্ধ করে বিএনপির সমাবেশ নয়: ডিএমপি কমিশনার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ৩০ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৫:১১, ৩০ ডিসেম্বর ২০১৯

সংবাদ সম্মেলনে কথা বলছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম- সংগৃহীত

সংবাদ সম্মেলনে কথা বলছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম- সংগৃহীত

কর্মদিবসে রাস্তা বন্ধ করলে জনদুর্ভোগ বিবেচনায় নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করতে চায় দলটি।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অফিস খোলা থাকা অবস্থায় সড়ক অবরোধ করে কোনো সমাবেশ করতে দেয়া হবে না।  মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা সমাবেশের কোনো অনুমতি দেইনি। আজ অফিস দিন। রাস্তা অবরোধ করে কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা অ্যালাও করব না।’

এর আগে রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘৩০ ডিসেম্বর, ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা ইতোমধ্যেই আপনাদের অবহিত করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে দেশব্যাপী বিএনপি সভা-সমাবেশ-মিছিল, কালোব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করবে। ঢাকায় দিবসটি উপলক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের কথা পুলিশকে অবহিত করা হয়েছে।’

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি