অনুমতি ছাড়া কাউকে বদলি না করতে ইসির চিঠি
প্রকাশিত : ১৭:৪৫, ৩০ ডিসেম্বর ২০১৯
নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া কোনও কর্মকর্তা-কর্মচারীকে বদলি না করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছে ইসি। আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করেই এই চিঠি দেয়া হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব মো. আলমগীর স্বাক্ষরিত এই চিঠি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে। এতে ভোটের ফলের গেজেট প্রকাশ হওয়ার ১৫ দিন পর্যন্ত কাউকে বদলি না করার কথাও বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালের ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ২২ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। মনোনয়নপত্র গ্রহণের জন্য রিটার্নিং অফিসার এবং বাতিল আদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ ও আপিল নিষ্পত্তির জন্য বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট বিভাগকে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
চিঠিতে সংবিধান ও সিটি করপোরেশন আইনের সংশ্লিষ্ট ধারাও উল্লেখ করা হয়। এতে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বে নিয়োজিত সব সরকারি, স্বায়ত্তশাসিত অফিস বা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে নির্দেশনা জারি করার জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়।
এনএস/
আরও পড়ুন