ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দৃশ্যমান হলো পদ্মাসেতুর ৩ কিলোমিটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ৩১ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৫:০৯, ৩১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

পদ্মাসেতুর ২০ তম স্প্যান বসানো হয়েছে। স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ৩ কিলোমিটার।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মাওয়ায় পদ্মাসেতুর ১৮ ও ১৯ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো শেষ হয়। এর আগে সকালে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি ভাসমান ক্রেনে রওনা হয়।

বিজয়ের মাস ডিসেম্বরের ১৮ তারিখে বসানো হয় পদ্মাসেতুর ১৯তম স্প্যান। এর আগে গত ১১ ডিসেম্বর বসানো হয় পদ্মাসেতুর ১৮তম স্প্যান।

সেতু কর্তৃপক্ষ জানায়, দেশে এ পর্যন্ত ৩৩টি স্প্যান এসেছে। সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজ সিডিউল অনুযায়ী চলছে। সেতুতে মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৬টির। সেতুতে দুই হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব ও হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে।

২০১৪ সালের ডিসেম্বরে সেতুর কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। দেশের সর্ববৃহৎ সেতুটির মূল অংশের নির্মাণকাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি