ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চালক আটকের প্রতিবাদে সিরাজগঞ্জে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন

প্রকাশিত : ১৬:১৯, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:১৯, ৯ মার্চ ২০১৬

sirajgonjজামালপুরে ট্যাঙ্কলরিসহ চালক আটকের প্রতিবাদে সিরাজগঞ্জে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন। শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ জানান, অহেতুক হয়রানি করতে, গেলো রাতে চালক সাইফুল ইসলামকে লরিসহ জামালপুর সদর থানায় আটকে রাখে পুলিশ। তাকে মুক্তির জন্য পুলিশকে বারবার বলা হলেও চালককে ছাড়েনি তারা। তাই বুধবার সকাল থেকে উত্তরবঙ্গে জ্বালানী তেল সরবরাহ বন্ধ রেখে ধর্মঘট করে শ্রমিকরা। তবে প্রশাসনের আশ্বাসে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপু থেকে উত্তরাঞ্চলে জ্বালানী তেল সরবরাহ শুরু হলেও জামালপুর ও টাঙ্গাইলে বন্ধ রয়েছে। এদিকে একই দাবিতে ঢাকার ফতুল্লা থেকেও এই দুই জেলায় তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানায় সংগঠনটি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি