ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

৯ উইকেটে হার মানে বাংলাদেশ

প্রকাশিত : ১৬:৫২, ২৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:৫২, ২৩ জানুয়ারি ২০১৭

ওয়ানডে ও টি টোয়েন্টির এবার টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশের স্বাদ পেল বাংলাদেশ । ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় টেস্টে ৯ উইকেটে হার মানে বাংলাদেশ । ফলে নিউজিল্যান্ড সিরিজ জিতে নিল ২-০ ব্যবধানে । দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। এর আগে দ্বিতীয় ইনিংসে ১৭৩ রান করেছিল বাংলাদেশ। লিডের আশায় চতুর্থ দিন শুরু করে বাংলাদেশর বোলাররা । তবে সেটি হতে দেননি নিকোলস । মুলত তার ৯৮ রানেই ৬৫ রানের লিড পায় নিউজিল্যান্ড । আগের দিনের সাথে আরো ৯৮ রান যোগ করে ৩৫৪ রানে অল আউট হয় স্বাগতিকরা । চতুর্থ দিনের শুরুতে সাউদি দ্রুত বিদায় নিলেও অবিচল ছিলেন নিকোলস। ৯৮ রানের দারুন এক ইনিংস উপহার দেন তিনি । সাকিব নিয়েছেন ৪টি উইকেট। ক্রাইস্টচার্চের রৌদ্রজ্জল চতুর্থ দিনের মত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসটা এত উজ্জল ছিল না  । ব্যাটসম্যানরা ব্যস্ত ছিলেন আসা যাওয়ার মিছিলে । এই টেস্টে অধিনায়কের দায়িত্বে পাওয়া তামিম ৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর হাল ধরেন সৌম্য আর মাহমুদুল্লাহ। কিন্তু আশা জাগিয়ে ৩৬ রানে বিদায় নেন সৌম্য সরকার। সাকিব কিউই পেইসার টিম সাউদির ২০০ টেস্ট উইকেটের শিকার হলে বিপদে আরো বাড়ে বাংলাদেশের । এই সিরিজে ব্যার্থ মাহমুদুল্লাহ ৩৮ রানে আউট হলে স্বল্প রানে অল-আউটের শংকায় সফরকারীরা। শেষ দিকে দুই পেইসার তাসকিন ও কামরুল কিছুটা আগ্রাসী ব্যাটিং করে বাংলাদেশের রানের কোটা দেড় শতকের কোটা পার করে দেন। নবম উইকেট জুটিতে ৫১ রান করে এই দুইজন টপ অর্ডার। শেষ পর্যন্ত ১৭৩ রানে অল-আউট হলে মাত্র ১০৮ রানের লিড পায় বাংলাদেশ। ১০৯ রানের সহজ জয়ের টার্গেট তাড়া করতে গিয়ে সাবধানি শুরু দুই কিউই ওপেনার জিট রাভাল ও লাথাম। রাভাল ৩৩ রানে আউট হলেও দারুন ব্যাটিং করে দলকে চতুর্থ দিনেই জয় পাইয়ে দেন করান লাথাম ও গ্রান্ডহোম। লাথাম ৪১ এবং গ্রান্ড হোম অপরাজিত ছিলেন ৩৩ রানে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি