লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি
প্রকাশিত : ২৩:২৯, ৩১ ডিসেম্বর ২০১৯
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন
রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করার নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর স্বাক্ষরিত ওই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।
চিঠিতে আগামী ৩০ জানুয়ারি দুই সিটির নির্বাচনের কথা উল্লেখ করে বলা হয়, নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত বাস্তবায়ন করা প্রয়োজন।
সিদ্ধান্তগুলো উল্লেখ্য করে চিঠিতে বলা হয়, আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের লক্ষ্যে অগ্রিম বাজেট প্রণয়ন, অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ, লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতকরণ এবং নির্বাচনি এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা দরকার।
নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।
এনএস/
আরও পড়ুন