পুলিশের সেবাকে আরও জনবান্ধব করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৫:৩০, ২৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৪৯, ২৩ জানুয়ারি ২০১৭
উপনিবেশিক আমলের ধ্যান-ধারণার পরিবর্তে গণতান্ত্রিক মূল্যবোধের সাথে একাত্ম হয়ে পুলিশের সেবাকে আরও জনবান্ধব করার নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজারবাগ পুলিশ লাইন্সে ’পুলিশ সপ্তাহ-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ১৩২ জন পুলিশ সদস্যকে অসামান্য অবদানো জন্য পদক দেন প্রধানমন্ত্রী।
রাজধানীর রাজারবাগের ’পুলিশ সপ্তাহ-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বাহিনীর বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন করেন ও সালাম গ্রহন করেন।
গেল বছর দায়িত্বে অসামান্য অবদানের জন্য মোট ১৩২ জন পুলিশ সদস্য ও কর্মকর্তাদের বিভিন্ন রাষ্ট্রীয় পদক দেন প্রধানমন্ত্রী। সম্মাননা দেন নিহত ও আহত সদস্যদের পরিজনদের।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৭৭ জন সদস্যই জঙ্গীবাদ নিরসনে বিভিন্ন অভিযানে সম্পৃক্ত ছিলেন। দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের মূলোৎপাটনে পুলিশের ভূমিকার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।
গণতন্ত্রের মূল্যবোধের সাথে একাত্ম হয়ে পুলিশকে আরো জনবান্ধব বাহিনীতে পরিণত হওয়ার নির্দেশও দেন শেখ হাসিনা।
পুলিশের সক্ষমতা বাড়াতে তার সরকার সবসময়ই কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন