ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২০, ১ জানুয়ারি ২০২০

মো. তোফাজ্জল হোসেন মিয়া- ফাইল ছবি

মো. তোফাজ্জল হোসেন মিয়া- ফাইল ছবি

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. তোফাজ্জল হোসেন মিয়াকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 

আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মুহিবুল হকের অবসরোত্তর ছুটি স্থগিত শর্তে আগামী ৬ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন তোফাজ্জল। সাজ্জাদুল হাসান আগামী ১০ জানুয়ারি অবসরে যাচ্ছেন।

গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত থাকা মাসুদ বিন মোমেনকে বর্তমান পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের স্থলাভিষিক্ত করা হয়েছে।

এর আগে গত সোমবার একদিনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে ৯ সচিব পদে পরিবর্তন আনা হয়। তার একদিন আগে রোববার বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমেদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি