ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে আওয়ামী লীগ বির্তকিত করছে: ফখরুল

প্রকাশিত : ১৮:৪৬, ২৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৪৬, ২৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে আওয়ামী লীগ বির্তকিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপ্রীমকোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮১তম জন্ম বার্ষিকীর আলোচনায় এই অভিযোগ করেন ব্ধিসঢ়;এনপির মহাসচিব। তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ জনগনের গনতন্তের অধিকার কেড়ে নিয়ে দানবিয় আচরন করছে। এসময় তিনি বলেন গনতন্ত্রের সুষ্ঠ রাজনৈতিক ধারা ফিরিয়ে আনতে আওয়ামী লীগ কোন ভূমিকা পালন করছে না। গনতন্ত্রের পরিবেশ এবং জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন অব্যহত থাকবে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি