ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

একাদশ জাতীয় রোভার মুট উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ স্কাউটস

প্রকাশিত : ১৯:১৫, ২৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১৫, ২৩ জানুয়ারি ২০১৭

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় রোভার মুট উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ স্কাউটস। ২৬ জানুয়ারি মুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেসময় বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান জানান, এবারের রোভার মুটে সার্কভুক্ত ও এশিয়া প্যাসেফিক স্কাউট অঞ্চলের বিভিন্ন দেশসহ বাংলাদেশের প্রায় ১০ হাজার রোভার স্কাউট ও কর্মকর্তা অংশ নেবেন। ‘শান্তিময় জীবন ও উন্নত দেশ’ এই প্রতিপাদ্যে ২৫ থেকে ৩১ জানুয়ারি নানা চ্যালেঞ্জে অংশ নেবেন রোভার স্কাউটরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি