
ফেনীতে দুই বছরের শিশু মেহেদি হাসান রাফিকে অপহরণের দুদিন পর চট্টগ্রামের বন্দর টিলা এলাকা উদ্ধার করেছে পুলিশ।
ভোরে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করলেও অপহরণকারীদের গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানায়, ৭ ই মার্চ দুপুরে ফেনীর মাষ্টার পাড়া এলাকার সুরমা ভিলা থেকে দুই বছরের শিশু মেহেদি হাসান রাফিকে চকলেট খাওয়ানোর নাম করে খালু সাইফুল ইসলাম অপহরণ করে চট্টগ্রাম নিয়ে যায়। পরে অপহরণকারী সাইফুল মুঠোফোনে মেহেদির মা ফারজানা আক্তারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মেহেদির বাবা এ ব্যাপারে ফেনী মডেল থানায় সাইফুলের বিরুদ্ধে মামলা করে। একই সাথে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা অপহরণকারীদের প্রদান করা হয়। এদিকে মামলার আজ ভোরে মেহেদিকে চট্টগ্রামের বন্দর টিলা থেকে উদ্ধার করে পুলিশ।