ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

এক্সন মোবাইলের সাবেক প্রধান নির্বাহীকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সিনেট কমিটি

প্রকাশিত : ১০:১৪, ২৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:১৪, ২৪ জানুয়ারি ২০১৭

এক্সন মোবাইলের সাবেক প্রধান নির্বাহী রেক্স টিলারসনকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সিনেট কমিটি। সোমবার মার্কিন সিনেট আয়োজিত এক ভোটে রেক্স টিলারসন জয়ী হন। টিলারসন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় কাজ করেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি অসাধারন দক্ষতার পরিচয় দেবেন বলে আশা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প।  তবে তার এ মনোনয়ন কে ভালভাবে নিচ্ছে না ডেমোক্রেট শিবির। তারা বলছেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে টিলারসনের মনোনয়ন দেশবাসীকে হতাশ করবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন পরিবেশবাদী সংগঠনও তার নিয়োগে অসন্তুষ্ট।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি