ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৬ মাসের মধ্যে সারাদেশে ভার্চুয়াল রেকর্ড রুম চালু হবে: ভূমিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘আগামী ছয় মাসের মধ্যে দেশের সব জেলার ভার্চুয়াল রেকর্ড রুম চালু হবে।’ 

আজ বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘হাতের মুঠোয় ভূমিসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা কালেক্টরেটের ভার্চুয়াল রেকর্ড রুমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ঢাকা কালেক্টরেট ভার্চুয়াল রেকর্ড রুম নতুন বছরে ঢাকা জেলার অধিবাসীদের জন্য ভূমি মন্ত্রণালয়ের উপহার।’ ভূমি ব্যবস্থাপনা সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে উল্লেখ করে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘এখন ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থায় কাজের গতি অনেক বেড়েছে।’

দেশের বাণিজ্যিক স্বার্থে মন্ত্রী উপস্থিত ভূমি কর্মকর্তাদের কোম্পানি টু কোম্পানি হস্তান্তর হওয়া জমির নামজারি যত দ্রুত সম্ভব শেষ করার নির্দেশ দিয়ে বলেন, ‘আমরা খুব তাড়াতাড়ি নামজারি ‘ফাস্ট ট্র্যাক’ বিবেচনায় ৭ দিনের মাধ্যমে যেন করা যায় সে ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।’

এ সময় ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটোওয়ারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, land.gov.bd অথবা rsk.land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে যে কোন স্থান থেকে আরএস খতিয়ান ও মৌজা ম্যাপ দেখা যাবে। এছাড়া, মাত্র ৪৫ টাকার বিনিময়ে মোবাইল কিংবা অনলাইনে পেমেন্টের মাধ্যমে ফি পরিশোধ করে, সরাসরি কিংবা ডাক যোগে ৩ কার্যদিবসের মধ্যে আরএস খতিয়ান ও মৌজা ম্যাপ’র সার্টিফাইড কপি পাওয়া যাবে।

ঢাকা জেলার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নুরুন্নবী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর’র মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার প্রমুখ।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি