ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নতুন বছরে প্রথম বিদেশ সফরে আমিরাত যাবেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ৩ জানুয়ারি ২০২০

নতুন বছরে প্রথম বিদেশ সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড এবং আবুধাবি সাসটেইনেবিলিটি উইক-২০২০ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এ ছাড়াও আমিরাতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে তার। সব কিছু ঠিক থাকলে এটাই হতে যাচ্ছে বাংলাদেশের সরকার প্রধানের নতুন বছরে প্রথম বিদেশ সফর।

সফর প্রস্তুতি নিয়ে এরইমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ে বেশ ক’টি বৈঠক হয়েছে। এসব বৈঠকে অংশ নেয়া কর্মকর্তারা  জানিয়েছেন- আগামী ১৩-১৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর আমিরাত সফর হওয়ার সময়ক্ষণ নির্ধারিত হয়েছে। তবে তার যাত্রার শুরু এবং ফেরার তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, দুবাই এয়ারশো-২০১৯-এ যোগ দিতে গত নভেম্বরে প্রধানমন্ত্রী সর্বশেষ আমিরাত সফর করেন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি