ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে বেসরকারি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত

প্রকাশিত : ১৬:৩১, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৩৬, ৯ মার্চ ২০১৬

কক্সবাজার উপকূলে একটি বেসরকারি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছে। সহকারি পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সকালে মহেশখালীর কাছে নাজিরাটেক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। coxbazerবুধবার সকাল পৌনে ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে চিংড়ি পোনা নিয়ে যশোরের উদ্দেশে রওয়ানা হয় বিসমিল্লাহ এয়ারলাইন্সের কার্গো বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরই বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই নিহত হন বিমানের ফ্লাইট ইঞ্জিনিয়ার ইউক্রেনের নাগরিক গুফারেদ। পরে  নিখোঁজ হওয়া আরো দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ইউক্রেনের নাগরিক সহকারি পাইলটকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি