
মানিকগঞ্জের সিংগাইরে ডাকাত-পুলিশ বন্দুক যুদ্ধে এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছে ৫ পুলিশ সদস্য। এদিকে ঘটনাস্থল থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে পুলিশ।
দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান সংবাদ সম্মেলনে জানান, ভোররাতে সিংগাইরের সুধক্ষিরা গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে হাতে ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সর্দার জসিম মোল্লাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জে একটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ৫ টি ডাকাতি মামলা রযেছে।