ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় মা-মেয়ে হত্যার মামলার লিপুর মৃত্যুদণ্ড

প্রকাশিত : ২১:০৬, ২৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২১:০৬, ২৪ জানুয়ারি ২০১৭

চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যার মামলার আসামি লিপুর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামান এ আদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৬ নভেম্বর বাসায় ঢুকে অন্তস্বত্ত্বা রিনা আক্তার ও তার কিশোরী মেয়ে আয়েশা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লিপু। ঘটনায়, রিনার স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে হত্যা মামলার দায়ের করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি