ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশন ২২-২৩ মার্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ৭ জানুয়ারি ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। সাংবিধানিক ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশেষ এই অধিবেশন আহ্বান করবেন।

আগামী ২২ ও ২৩ মার্চ ধরে দুই দিনের জন্য বিশেষ ঐ অধিবেশনকে সামনে রেখে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে, এছাড়াও থাকছে বিভিন্ন আয়োজন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিশেষ ঐ অধিবেশনে বিদেশি অতিথিদেরও আমন্ত্রণ জানানো হবে। বিশেষ করে বঙ্গবন্ধুকে জানেন এমন বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানিয়ে তাদেরকে ঐ অধিবেশনে বক্তৃতা রাখার সুযোগ দেওয়া হতে পারে।

এক্ষেত্রে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়া ঐ অধিবেশন দেখার জন্য বিভিন্ন দেশের নেতাদেরও আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিচ্ছে সংসদ সচিবালয়।

মুজিববর্ষ উপলক্ষ্যে বিশেষ অধিবেশন ছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করবে জাতীয় সংসদ। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি