ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

টিআই এর দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ ২ ধাপ এগিয়েছে

প্রকাশিত : ১৬:২৯, ২৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:১৫, ২৫ জানুয়ারি ২০১৭

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে। স্কোর এক পয়েন্ট বেড়ে হয়েছে ২৬ আর অবস্থান ১৩ থেকে ১৫তম। এ অবস্থায় দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি। বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালেন দুর্নীতির ধারণাসূচক নিয়ে টিআইবির সংবাদ সম্মেলন। ১০ স্কোর করে সবচে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আছে সোমালিয়া। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আরো আছে দক্ষিণ সুদান, উত্তর কোরিয়া, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, ভেনেজুয়েলা ও ইরান। তালিকায় সূচক স্কেলে বাংলাদেশের স্কোর ২৬। তালিকায় নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৫তম।  উর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৪৫তম। বাংলাদেশের আইনী, প্রাতিষ্ঠানিক ও নীতি কাঠামো তুলনামূলকভাবে সুদৃঢ় হওয়ায় স্কোর বেড়েছে  বলে জানালো টিআইবি। এবারও সবচে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সবার আগে ডেনমার্ক ও নিউজিল্যান্ড। তাদের স্কোর ৯০। কম দুর্নীতিগ্রস্ত অন্য দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড নরওয়ে, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, কানাডা ও যুক্তরাজ্য। তবে কোনো দেশই শতভাগ স্কোর করতে পারেনি। টিআই এর পর্যবেক্ষণ বলছে, বিশ্বব্যাপী দুর্নীতির বিস্তার আছেই। জবাবদিহিতার জন্য শক্তিশালী দাবি উত্থাপনে গণমাধ্যম, নাগরিক সমাজ ও বেসরকারি সংস্থাসহ জনগণের জন্য সহায়ক পরিবেশ তৈরিরও দাবি টিআইবি’র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি