ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বহুল আলোচিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে নির্বাহী আদেশ দিলেন ট্রাম্প

প্রকাশিত : ০৯:৪৪, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪৪, ২৬ জানুয়ারি ২০১৭

বহুল আলোচিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে নির্বাহী আদেশ দিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া অনিবন্ধিত অভিবাসী অধ্যুষিত কয়েকটি শহরের তহবিল কমিয়ে দেয়ার প্রস্ত—াবেও সই করেন ট্রাম্প। এর প্রতিবাদে এরইমধ্যে শুরু হয়েছে বিক্ষোভ। এদিকে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের আদেশের পর যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারির আশঙ্কা বাস্তব রূপ নিতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই নির্বাচনী প্রতিশ্র“তি পূরণে একের পর এক নির্বাহী আদেশ দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার বহুল আলোচিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের অনুষ্ঠানে ওই আদেশে সই করেন ট্রাম্প। বলেন, দুই হাজার মাইলের ওই দেয়াল নির্মাণের খরচের পুরোটাই মেক্সিকোকেই বহন করতে হবে। দেয়াল নির্মাণ ছাড়াও অনিবন্ধিত অভিবাসীরা রয়েছে যুক্তরাষ্ট্রের এমন ১০টি শহরের ২শ কোটিরও বেশি ডলার তহবিল কমিয়ে দেয়ার প্রস্তবেও সই করেন ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণার পর কলোরাডোসহ বেশ কয়েকটি শহরে শুরু হয়েছে বিক্ষোভ। সীমান্ত শহরগুলোতে বাড়ছে উৎকন্ঠা। আগামী সপ্তাহে ওয়াশিংটর সফর বাতিল করতে যাচ্ছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের মধ্যে শংকা বাড়ছে। বাস্তব রুপ নিতে যাচ্ছে শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারির আশঙ্কা। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরিই সিরিয়া, লিবিয়া, ইয়েমেনসহ ৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের প্রবেশে কড়াকড়ি ঘোষণা করবেন ট্রাম্প। বন্ধ হয়ে যেতে পারে নিরাপত্তার জন্য হুমকি এমন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ভিসাও।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি