ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে যোগ দিচ্ছেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ১০ জানুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে যোগদান করবেন। আজ রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি আগামীকাল দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে ভাষণ দিবেন। খবর বাসসের

বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানস্থল রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় ধূপখোলা মাঠে দুপুর ১২ টায় সভাপতিত্ব করবেন।

প্রখ্যাত পদার্থবিদ অধ্যাপক ড. অরুণ কুমার বসাক অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করবেন।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন প্রথম সমাবর্তনে ১৮ হাজার ২৮৪ জন শিক্ষার্থীকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, জাতীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাষ্ট্রপতির সংশ্ল্ষ্টি সচিবগণ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ সমাবর্তনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি