সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ ও আহত ৬৫
প্রকাশিত : ১২:৪০, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৪০, ২৬ জানুয়ারি ২০১৭
হবিগঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল ও যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত হন। গোপালগঞ্জের কাশিয়ানী ও টাঙ্গাইলের শিবপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ২ জন। এদিকে গত রাতে রাতে যশোরের চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস উল্টে শিক্ষক ও ছাত্রীসহ নিহত হয় ৫ জন। এছাড়া সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে আহত হয়েছে ৬৫ জন।
বৃহষ্পতিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উবাহাটি এলাকায়। পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয় মাইক্রোবাসের।
ঘটনাস্থলেই মারা যায় মাইক্রোবাসের ৫ যাত্রী।
এদিকে বুধবার রাতে যশোরের চৌগাছায় স্কুলছাত্রীবাহী পিকনিকের বাস দুর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীসহ নিহত হয় ৫ জন। এসময় আহত হয় আরো ৪০ জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি দিনাজপুরের স্বপ্নপুরীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে কিছুদূর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়।
বৃহষ্পতিবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী ও টাঙ্গাইলের শিবপুরে সড়ক দুর্ঘটনায় মারা যান আরো ২ জন। গাজীপুরের তেঁতুইবাড়িতে বাসে উল্টো গিয়ে আহত হয় প্রায় ২৫ জন।
আরও পড়ুন