
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এদিকে সাভারে আলাদা দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গোপীনাথপুর পুলিশ ফাঁড়িতে ফিরছিলেন কনস্টেবল ওবায়দুর রহমান। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর মিল্টন বাজারে পৌঁছলে একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যানবি বাসষ্ট্যান্ড ও বিরুলিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় আহত হন ২০ জন। তাদেরকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।