ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পুলিশ কর্মকর্তার স্ত্রী মিতু হত্যা মামলায় মিতুর বাবা ও মাকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত : ১৮:২২, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২২, ২৬ জানুয়ারি ২০১৭

সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার বিষয়ে মিতুর বাবা মোশাররফ হোসেন ও মা শাহেদা মোশাররফকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিএমপি কার্যালয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কামরুজ্জামান তাদের জিজ্ঞাসাবাদ করেন। হত্যার মোটিভ অনুসন্ধানের সময় লাগলেও প্রকৃত জড়িত বিচারের মুখোমুখি করা আহ্বন জানিয়েছেন মিতুর বাবা-মা। গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে মাহমুদা খানম ‍মিতুুকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি