ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বিশ্ব ইজতেমা : যেসব সড়কে যান চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ১২ জানুয়ারি ২০২০ | আপডেট: ১০:১০, ১২ জানুয়ারি ২০২০

টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে তাবলিগ জামায়াতের বৃহত্তম বিশ্ব সম্মেলন ইজতেমার প্রথম পর্ব। আজ রবিবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে রবিবার ভোর থেকে গাজীপুরে কয়েকটি সড়কে যানচলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

জিএমপি কমিশনার আনোয়ার হোসেন জানান, আখেরি মোনাজাত উপলক্ষে রবিবার ভোর থেকে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানমুখী মুসল্লিদের চাপ বাড়বে। এজন্য আলাদা ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কয়েকটি সড়কে যানচলাচল নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভোর চারটা থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। এদিকে কামারপাড়া সড়ক, টঙ্গী ব্রিজ, কামারপাড়া ব্রিজ, ভোগড়া বাইপাস, মীরেরবাজার এলাকায় ব্যারিকেড দিয়ে ইজতেমা সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের চাপ কমে গেলে বিকালে যান চলাচল আবার উন্মুক্ত করে দেওয়া হবে।

 

এদিকে মোনাজাত উপলক্ষে ১৬টি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। সকল আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে রেলওয়ে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি