বাংলাদেশকে দু’শ কোটি ডলারের নমনীয় ঋণ দিচ্ছে ভারত
প্রকাশিত : ২০:০২, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ২২:১৯, ৯ মার্চ ২০১৬
দেশের আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশকে দু’শ কোটি ডলারের নমনীয় ঋণ দিচ্ছে ভারত। বছরে ১ শতাংশ হার সুধে আগামী ২০ বছরের মধ্যে এ ঋণ শোধ করতে হবে। বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে।
বাংলাদেশ সরকার এবং ভারতীয় এক্সিম ব্যাংকের মধ্যে দু’শ কোটি ডলারের এই ঋণচুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে সই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং ভারত সরকারের পক্ষে এক্সিম ব্যাংক অব ইন্ডিয়া’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক যদুভেন্দ্র মাথুর। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।
পরে চুক্তির বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন ইআরডির সিনিয়র সচিব। তিনি জানান, রেল যোগাযোগ, সড়ক পরিবহন, বিদ্যুত, শিক্ষা ও তথ্যপ্রযুক্তিসহ ১৪টি খাতের উন্নয়নে এ অর্থ খরচ করা হবে। তবে প্রকল্প বাস্তবায়নে অন্তত ৭৫ শতাংশ পণ্য ও সেবা অবশ্যই ভারত থেকে আমদানি করতে হবে।
বাংলাদেশের সাথে অর্থনৈতিক উন্নয়নের মেলবন্ধন করতে চায় ভারত। এরই ধারাবাহিকতায় এই ঋণ দেয়া হয়েছে বলে জানান ভারতীর হাইকমিশনার।
এই ঋণের আওতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রস্তাবিত প্রকল্প গ্রহণ করা হচ্ছে। কোন কোন প্রকল্প বাস্তবায়ন করা হবে তা চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন