ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘মুজিববর্ষ’ উদযাপনে তথ্য কমিশনের বর্ষপঞ্জি ২০২০ এর মোড়ক উম্মোচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ১২ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৪:৩৫, ২৪ জানুয়ারি ২০২০

‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের মাসভিত্তিক ঘটনাপ্রবাহ নিয়ে তথ্য কমিশন বর্ষপঞ্জি ২০২০ প্রকাশ করেছে।

আজ তথ্য কমিশনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ এবং তথ্য কমিশনার সুরাইয়া বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য কমিশনের সচিব মো. তৌফিকুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ড. উর্মি বিনতে সালাম, এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর এবং মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ড. রেজউয়ান-উল-আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) জে.আর. শাহরিয়ার। এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ তথ্য কমিশনের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। বাসস

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি