ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মনোনয়নের লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প ও হিলারী ক্লিনটন আরো এক ধাপ এগিয়ে গেলেন

প্রকাশিত : ১৯:৫৮, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৫৮, ৯ মার্চ ২০১৬

us resমার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়নের লড়াইয়ে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দল থেকে হিলারী ক্লিনটন আরো এক ধাপ এগিয়ে গেছেন। রিপাবলিকান দলের ভোট হয়েছে চারটি অঙ্গরাজ্যে। এর মধ্যে তিনটিতে জয়ী ডোনাল্ড ট্রাম্প। আর আইদাহো অঙ্গরাজ্যে জয় পেয়েছেন টেড ক্রুজ। অন্যদিকে ডেমোক্র্যাট দলের ভোট হয়েছে মিশিগান ও মিসিসিপি অঙ্গরাজ্যে। হিলারি মিসিসিপিতে জয় পেলেও মিশিগানে অবিশ্বাস্য রকমের জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স।  এদিকে মিশিগান ও মিসিসিপি দুটো অঙ্গরাজ্যেই চতুর্থ অবস্থানে রয়েছেন রিপাবলিকান নেতা মার্কো রুবিও। মনোনয়নের দৌড়ে ক্রমাগত পিছিয়ে পড়ছেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি